জঙ্গিবাদের ঘটনা অস্বাভাবিক কিছু নয়: জাতীয় পার্টি

জাতীয় পার্টির বৈঠক শেষে সংবাদ সম্মেলন

‘বাংলাদেশ একটি জনবহুল দেশ, জঙ্গিবাদের মতো ঘটনা এখানে অস্বাভাবিক নয়। সব সরকারই চায় এ ধরনের ঘটনা মোকাবিলা করতে। এ সরকারও জঙ্গিবাদ মোকাবিলায় আন্তরিক’-এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি।

শনিবার দুপুরে জাতীয় প্রেসিডিয়ামের বৈঠক শেষে জঙ্গিবাদ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন জাতীয় পার্টির মহাসচিব।

এর আগে দুপুর পৌনে বারোটার দিকে বনানীর চেয়ারম্যান কার্যালয়ে জাতীয় পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকটি শুরু হয়। শেষ হয় পৌনে দুইটার দিকে।
বৈঠকে সভাপতিত্ব করেন জাপা চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
বৈঠক শেষে রুহুল আমিন হাওলাদার বলেন, জঙ্গিবাদ সমস্যাটি গভীরভাবে পর্যবেক্ষণ ও অবলোকন করছে জাতীয় পার্টি। এগুলো সব সরকারই চায় নির্মূল করতে। এই সরকারও চায় দেশে জঙ্গিবাদ না থাকুক।
আগামী নির্বাচনে জোট করে ভোট করবে জাপা
আগামী নির্বাচনে জোট করে ভোট করবে জাতীয় পার্টি। নির্বাচন উপলক্ষে জোট করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে প্রেসিডিয়ামের বৈঠকে। মহাসচিব রুহুল আমিন বলেন, আগামী নির্বাচনে জোট করে ভোট করার বিষয়ে আমরা প্রাধান্য দিয়েছি। আজকের (শনিবার) বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রুহুল আমিন জানান, এপ্রিলের যেকোনও সময় জোট আত্মপ্রকাশ করবে।
জাপা মহাসচিব জানান, প্রেসিডিয়াম বৈঠকে দলের ঐক্য, সাংগঠনিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। হাওলাদার আশা প্রকাশ করেন, অন্তত ১০ টি নিবন্ধিত দলের সঙ্গে আমরা বসব। এরপরই চূড়ান্ত হবে।
মহাসচিব বলেন, জোট নিয়ে আমরা চমকপ্রদ কিছু দেওয়ার অপেক্ষা করছি। নতুন এই জোটের চেয়ারম্যান জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদই হবেন বলে জানান রুহুল আমিন হাওলাদার।
দলের বৈঠকে উপস্থিত ছিলেন, রওশন এরশাদ, গোলাম মোহাম্মদ কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এম এ সাত্তার, কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলুসহ সর্বমোট ৩২ জন সদস্যসহ অংশ নেন।
/এসটিএস/টিএন/