সিলেটে জঙ্গি হামলার ঘটনায় খেলাফত মজলিসের উদ্বেগ

0061সিলেটের শিববাড়ি এলাকায় জঙ্গি হামলায় ৬ জন নিহত এবং পুলিশ, সাংবাদিকসহ আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। রবিবার (২৬ মার্চ) এক বিবৃতিতে দলটি উদ্বেগ প্রকাশ করে।
দলটির আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বিবৃতিতে বলেন, ‘এ ঘৃন্য সন্ত্রাসী হামলার ঘটনা দেশ, জাতি ও ইসলামের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রের অংশ। হত্যা, সন্ত্রাস- উগ্রবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সিলেটের শিববাড়ি এলাকার একটি বাড়িতে সেনাবাহিনীর অভিযান চলাকালীন সময়ে সবাই যখন সতর্ক। ঠিক সেই সময়ে এরকম ভয়াবহ হামলা ও হতাহতের ঘটনা জাতিকে স্তম্ভিত ও আতঙ্কিত করে তুলেছে।’
সিলেটে সন্ত্রাসী হামলার ঘটনায় হতাহতেদের জন্যে গভীর সমবেদনা জানান এবং আহতদের সুচিকিৎসা ও দ্রুত আরোগ্য কামনা করেন তারা। হত্যা, সন্ত্রাস, উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে সর্বদলীয় জাতীয় সংলাপ অনুষ্ঠানের আহ্বানও জানায় দলটি।
/সিএ/এআর/