জঙ্গি আস্তানা যে কোনও সময় নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালযে কোনও সময় পরাস্ত করে সিলেটের জঙ্গি আস্তানা নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘আমাদের প্যারা কমান্ডো বাহিনী প্রস্তুত আছে।’

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছে বলে আমরা শুনেছি এবং আইএসপিআরের প্রেস রিলিজে ‍আরও দু একজন থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এখনও সংখ্যা নিশ্চিত না। তবে যেকোনও সময় তাদের পরাস্ত করে আন্তানা নিয়ন্ত্রণে আসবে।’

তিনি বলেন, সসস্ত্র বাহিনী আশঙ্কা করছে জঙ্গিরা ভেতরে বোমা রেখে থাকতে পারে তাই ধীরে সুস্থে এগুচ্ছে যাতে কোনও অনাকাঙ্খিত প্রাণহানি না হয়। আশা করছি যেকোনও সময় অপারেশন শেষ হবে এবং প্রেসরিলিজ দিয়ে তারা সারাদেশের মানুষকে জানিয়ে দেবে।’

এতদিন ধরে ওই এলাকায় এই আস্তানা তৈরি হয়েছে এবং এতো বিস্ফোরক সেখানে নেওয়া হয়েছে তাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনও গাফলতি আছে কিনা-  সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেসব বিস্ফোরক, অস্ত্র তারা ব্যবহার করছে তা লোকাল মার্কেট থেকে সংগ্রহ করতে পারে। সেসমস্ত বিস্ফোরক কাঁধে করে আনা লাগে না, পকেটে করেও আনতে পারে। এগুলোর জন্য পরিবহনও লাগে না, মানুষই আনতে পারে। সেজন্য এরা হয়তো একদিনে না একমাস দুইমাসে এনে জোগাড় করেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী যথার্থভাবে সজাগ ছিল বলেই চিহ্নিত করতে পেরেছে, কোনও গাফলতি ছিল না।’

ভবনের ভেতরে জঙ্গিদের বড় নেতা রয়েছে বলে মনে করছেন কিনা- প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সঠিকভাবে বলতে পারছি না ভেতরে কারা আছে। তবে যেসমস্ত নাম আপনারা বলছেন, তারা থাকতেও পারে। হয়তো নতুন কোনকিছু বা বড় কোনও নাম শুনতে পেতেও পারেন।’ 

/ইউআই/এসএনএইচ/