সময় এসেছে, দেশের মানুষ জঙ্গিবাদ প্রতিহত করবে: প্রধানমন্ত্রী

বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি-ফোকাস বাংলা
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৩-২০১৪ সালে মানুষ যেভাবে  জ্বালাও- পোড়াও ও  সন্ত্রাস  প্রতিহত করেছে, সময় এসেছে বাংলাদেশের মানুষ জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিহত করবে। তিনি বলেন, জঙ্গিও দমন করা হবে, দেশের উন্নয়নও চলবে।

স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, একদিকে সিলেটে জঙ্গিবাদবিরেধী অভিযান, অন্যদিকে শ্রীলঙ্কার সঙ্গে ক্রিকেটে বাংলাদেশের জয় দুটোই দেখতে হচ্ছে আমাকে- বুঝতেই পারছেন কি টেনশন।

শেখ হাসিনা বলেন, এই জঙ্গিবাদ আমরা চাই না।

সারাদেশের বাড়িওয়ালাদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু ঢাকায় নয়, সারাদেশের বাড়িওয়ালারা কাকে বাড়ি ভাড়া দিচ্ছেন, কোথায় ভাড়া দিচ্ছেন, ভাড়াটিয়ারা কি করে, সেই খোঁজ আপনারাই রাখবেন। নইলে ক্ষতি আপনাদেরই হবে।

বাবা, আত্মীয়স্বজনসহ সকল অভিভাবকদের উদ্দেশ শেখ হাসিনা বলেন, সন্তানরা কি করছে, কেউ কখনও জঙ্গিবাদের সঙ্গে জড়িত হচ্ছে কিনা, কারও মেধা যাতে জঙ্গিবাদে না জড়ায় আপনারা নিজেরাই খোঁজ খবর নেন।

বিএনপি- জামায়াতকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান চালাই, আর তাদের মনোবেদনা হয়। বুঝতেই পারছেন? কিভাবে তারা তাদের রক্ষা করবে, ঢাকবে সেই ভাঙা রেকর্ড বাজিয়েই যায়।

কিছু লোক ধর্মের নামে মানুষ হত্যা করতে যেয়ে ইসলাম ধর্মকেই কলুষিত করছে। মানুষকে বিভ্রান্ত করছে।

তিনি বলেন, ইসলাম পবিত্র ধমর্, শান্তির ধমর্। কিছু মানুষ এই ধমের্র সুনাম নষ্ট করছে। বিশ্বে মুসলমানদের হেয় প্রতিপন্ন করছে।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন  সৈয়দা সাজেদা চৌধুরী,  তোফায়েল আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হেসেন, শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী, মাহবুবউল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতারা।
/পিএইচসি/ এপিএইচ/