‘পাকিস্তানের যুদ্ধজাহাজ থেকে অস্ত্র খালাসের দায়িত্বে ছিলেন জিয়া’

মাহবুব উল আলম হানিফ

একাত্তরের ২৫ মার্চ জিয়াউর রহমান চট্টগ্রামে ছিলেন। পাকিস্তানি যুদ্ধজাহাজ সোয়াত থেকে অস্ত্র খালাসের দায়িত্বে ছিলেন তিনি। সেসব অস্ত্র দিয়েই বাঙালি জাতির ওপর আক্রমণ করা হয়েছিল। নির্বিচারে চালানো হয়েছিল গণহত্যা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সোমবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে সপ্তাহব্যাপী মুক্তিসংগ্রাম নাট্যোৎসবের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি স্বাধীনতার ঘোষণা নিয়ে মিথ্যাচার করছে উল্লেখ করে হানিফ বলেন, ‘২৫ মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ইশতেহার বেতারে পাঠান। ২৬ মার্চ চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন। সেখানকার আওয়ামী লীগের নেতা-কর্মীরা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ এবং দেশের পক্ষে লড়ার আহ্বান জানান। অবস্থা সুবিধাজনক না হওয়ায় ২৭ মার্চ জিয়া বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।’ 

বিশেষ অতিথি রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেন, ‘একাত্তরে সংঘটিত গণহত্যা বিদেশের মানুষ ভুলে গেছে। এখন এটাকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করা খুব কঠিন কাজ নয়। এক্ষেত্রে গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এগিয়ে আসতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে জেনোসাইড সেন্টার চালু করা জরুরি।’

/এসটি/