বিচারকদের শৃঙ্খলাবিধি: বারবার সময় চাওয়ায় ক্ষুব্ধ আপিল বিভাগ

সুপ্রিম কোর্ট

আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে বারবার সময়ের আবেদন করায় ক্ষোভ প্রকাশ করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার সকালে গেজেট প্রকাশে রাষ্ট্রপক্ষ আরও ৪ সপ্তাহের সময় আবেদন করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ ক্ষোভ প্রকাশ করেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গেজেট প্রকাশে রাষ্ট্রপতির প্রসঙ্গ আনলে আপিল বিভাগ বলেন, ‘এটা তো প্রেসিডেন্সিয়াল গর্ভনমেন্ট না। সংসদীয় ব্যবস্থায় আপনি বারবার কেন রাষ্ট্রপতিকে টেনে আনছেন। আপনারা বিচার বিভাগ নিয়ে এটা কী করছেন?’
এরপর আদালত বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে আরও এক সপ্তাহ সময় দেন।
১৪ মার্চ বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশ করতে আজকের দিন পর্যন্ত সময় দিয়েছিলেন আদালত। এর আগেও গেজেট প্রকাশে কয়েক দফা সময় নেয় সরকার।

 /ইউআই/এসটি/