প্রতিবন্ধী ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্মেলন ডিসেম্বরে

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াআগামী ডিসেম্বরে দ্বিতীয় আন্তর্জাতিক প্রতিবন্ধীতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মঙ্গলবার সচিবালয়ে এ সংক্রান্ত জাতীয় কমিটির প্রথম বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘আগামী ২৬-২৮ নভেম্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু জাপানে এ সংক্রান্ত আরেকটি সম্মেলনের তারিখ চূড়ান্ত হওয়ায় তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৪ থেকে ১০ ডিসেম্বরের যেকোনও তারিখে মধ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সেম্মলন অনুষ্ঠিত হব।’

তিনি আরও বলেন, ‘এ  সম্মেলনকে সামনে রেখে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। যার উপদেষ্টা হবেন প্রধানমন্ত্রীর কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা (প্যানেল-১) সায়মা হোসেন। এ কমিটির চেয়ারম্যান হবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সচিব শাহ কামাল। আর কমিটির মেম্বর হবেন সমাজকল্যাণ, স্থানীয় সরকার বিভাগ, স্বরাষ্ট্রমন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, দুযোগ ব্যবস্থাপনা অধিদফতরে ডিজি, সমাজসেবা অধিদফতরের ডিজি, স্বাস্থ অধিদফতরের ডিজি, ফায়ার সার্ভিসের ডিজি, মহিলা বিষয়ক অধিদফতরের ডিজি, ন্যাশনাল ক্যাডেড কোরের ডিজি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচি, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি ও মহাসচিব, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার এবং সিপিডির নির্বাহী পরিচালক। এছাড়া একজন প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি থাকবেন এ কমিটিতে।’

মোফাজ্জল হোসেন বলেন, ‘এ কমিটি প্রতি মাসের ২৮ তারিখ বৈঠক করবে। এ সম্মেলনের জন্য ১১টা সাব কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে ৪০টি দেশের তিন থেকে চার হাজার প্রতিনিধি অংশ নেবেন।’

/এসআই/এসএনএইচ/