‘বিদেশে পালিয়ে যাওয়া দুর্নীতিবাজদের ফিরিয়ে আনা হবে’

যেসব বড় বড় দুর্নীতিবাজ দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের কীভাবে দেশে ফিরিয়ে আনা যায় সে বিষয়টি খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ চৌধুরী এসব কথা জানান।

মানববন্ধনে বক্তব্য রাখছেন দুদক চেয়ারম্যান (ছবি: ফোকাস বাংলা)দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা দুর্নীতি প্রতিরোধে জনগণের অকুণ্ঠ সমর্থন পাচ্ছি। সম্মিলিতভাবে দেশে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে দুর্নীতি করার কেউ সাহস না পায়। যেসব দুর্নীতিবাজ পালিয়ে গেছে দেশে এলেই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

ইকবাল মাহমুদ চৌধুরী আরও বলেন, “সমাজে দুর্নীতির পাশাপাশি নতুন উপসর্গ হয়ে এসেছে মাদক। জনশ্রুতি আছে এমন ১৬-১৭ জন ‘মাদক সম্রাটের’ সম্পদের হিসাব চাওয়া হয়েছে। এছাড়া মাদক ব্যবসায় যদি কোনও সরকারি কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা বা সহযোগিতার প্রমাণ পাওয়া যায় তাহল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম, সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন, আতিকুর রহমান খান, মইদুল ইসলাম, আসাদুজ্জামান, ফরিদ আহমেদ ভূইয়া প্রমুখ।

/আরজে/এমও/