‘আপনারা কি জঙ্গি, জিজ্ঞেস করতেই গ্রেনেড ছোড়ে’

নাসিরনগরের জঙ্গি আস্তানা

মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুর গ্রামে থাকা জঙ্গি আস্তানার কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) জঙ্গিদের পরিচয় জানতে চাওয়ার পরই গ্রেনেড ছুড়ে মারে। লন্ডন প্রবাসী সাইফুর রহমানের বাড়ির কেয়ারটেকার জুয়েল মিয়া একথা জানিয়েছে। মঙ্গলবার রাত থেকেই ওই বাড়িটি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যা।

বাড়ির কেয়ারটেকার জুয়েল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তার মালিকের আরেকটি বাড়ি আছে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায়। বুধবার ভোররাতে ওই বাড়ির কেয়ারটেকার আমাকে ফোন করে জানায়, ওখানে নাকি জঙ্গি আছে। পুলিশ রেড দিয়েছে। এই বাড়ির ভাড়াটিয়াদের সঙ্গে ওই বাড়ির ভাড়াটিয়াদের যোগাযোগ ছিল। পরে রাতেই পুলিশ এখানে আসে। পুলিশ আমাকে দিয়ে ভাড়াটিয়াদের দরজার নক করায়। আমি তাদের জিজ্ঞাসা করি, আপনারা কি জঙ্গি? একথা বলার শুনেই তারা দরজা বন্ধ করে দেয়। এরপর জানালা দিয়ে গ্রেনেড ছুড়ে মারে।’   

মঙ্গলবার রাত থেকেই মৌলভীবাজারের দুটি বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুটির বাড়ির একটি হচ্ছে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় অবস্থিত। অপর বাড়িটির অবস্থান সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার নাসিরপুর গ্রামে।

/এসটি/

আরও পড়ুন:

 

নাসিরপুর গ্রামের আস্তানায় থাকা জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান

এবার মৌলভীবাজারে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

মৌলভীবাজারের আস্তানা থেকে গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা

মৌলভীবাজারের দুই জঙ্গি আস্তানা বাড়ির মালিক একই ব্যক্তি