প্রেসক্লাবের সামনে রাস্তা অবরোধ করে হকারদের সমাবেশ

রাজধানীতে হকারদের সমাবেশ

রাস্তা অবরোধ করে আন্দোলনের কর্মসূচির পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করেছে হকাররা। বুধবার ( ২৯ মার্চ) সকাল ১১ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় হকাররা।

এর আগে পুরানা পল্টনের মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত মিছিল বের করে এবং পরে প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়। সারা বাংলাদেশ থেকে আগত হকাররা ‘বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে এ অবরোধ কর্মসূচি পালন করে।

হকারদের এই রাস্তা অবরোধ কর্মসূচির ফলে পুরানা পল্টন মোড় থেকে শাহবাগ মোড় পর্যন্ত দুই পাশের রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। ফলে চরম যানজটের সৃষ্টি হয়।

এ সময় অবরোধ কর্মসূচি থেকে হকার নেতারা বলেন, অবৈধভাবে হকার উচ্ছেদ কর্মসূচি বন্ধসহ পুনর্বাসনের ঘোষণা না দিলে আমরা রাস্তা ছাড়বো না। দাবি না আদায় হওয়া পর্যন্ত রাস্তায় থাকবো। 

মেয়র সাঈদ খোকনকে ‘বিশ্ব ক্রিমিনাল’ উল্লেখ করে হকার নেতারা বলেন, আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি। আর এখন আপনি আমাদের উচ্ছেদের পাঁয়তারা করছেন। সঠিক সময়ে সঠিক জবাবটি আমরা দেবো আপনাকে। 

এ সময় তারা মেয়রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদেরকে আরও ক্ষিপ্ত করে তুলবেন না। আমাদের দাবি মেনে নিন, না হলে শুধু আপনাকেই নয় সরকারকেও আমরা বেকায়দায় ফেলে দেওয়া হবে।

অবরোধ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের সভাপতি আবুল হোসেন। এ সময় কয়েক হাজার হকার সমাবেশে উপস্থিত ছিলেন।

 /আরএআর/টিএন/