১৪ মে’তেই হবে এফবিসিসিআই নির্বাচন

এফবিসিসিআইব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রুল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।  তবে রিটকারী ময়মনসিংহ চেম্বারের সভাপতি আমিনুল হক শামীমকে আগামী ৩০ মের মধ্যে পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর ফলে নির্ধারিত দিন আগামী ১৪ মে সংগঠনটির নির্বাচন হতে কোনও বাধা নেই। বৃহস্পতিবার (৩০ মার্চ) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এফবিসিসিআইয়ের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

দুই মাসের জন্য স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদনের শুনানির জন্য আজ ৩০ মার্চ ধার্য করেছিলেন আপিল বিভাগ।

এর আগে গত ২৩ মার্চ এফবিসিসিআইয়ের আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন। একইসঙ্গে এই সময়ে এফবিসিসিআই নির্বাচনি কার্যক্রম চালাতে পারবে বলেও আদেশে বলেন।

/ইউআই/এআর/