মক্কা-মদিনার প্রধান ইমাম ও খতিবকে পাচ্ছে না ইসলামিক ফাউন্ডেশন

ইসলামিক ফাউন্ডেশনমক্কার মসজিদুল হারামের প্রধান ইমাম ড. শায়খ আবদুর রহমান আস সুদাইসি ও মদিনা শরীফের মসজিদে নববীর জ্যেষ্ঠ ইমাম শায়খ ড. আলী বিন আবদুর রহমান আল হুযাইফিকে ঢাকায় আনার জন্য দীর্ঘদিন চেষ্টা করা হলেও অসুস্থতাজনিত কারণে তারা আসতে পারছেন না।
যদিও ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৬ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আলেম-ওলামা সম্মেলনে যোগ দিচ্ছেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ মুহাম্মদ বিন নাসির আল খুজাইম ও মদিনার ইমাম ড. আবদুল মহসিন বিন কাসেম। এই দু’জনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল আগামী ৪ এপ্রিল ঢাকায় এসে পৌঁছাবেন বলে জানা গেছে দায়িত্বশীল সূত্রে।
সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, আগামী ৬ এপ্রিল বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের অংশগ্রহণে আয়োজিত সম্মেলনে যোগ দেবেন মক্কা-মদিনার ছয়জন ইমাম।
এ প্রসঙ্গে জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বাংলা ট্রি্বিউনকে বলেন, ‘মসজিদে হারাম ও নববীর ইমামদের কমিটির প্রেসিডেন্ট হলেন ড. শায়খ আবদুর রহমান আস সুদাইসি। অসুস্থতার কারণে তিনি আসতে না পারলেও ওই কমিটির ভাইস প্রেসিডেন্ট ও প্রশাসনিক দিকটি যিনি দেখেন, সেই শায়খ মুহাম্মদ বিন নাসির আল খুজাইমের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল আমাদের অনুষ্ঠানে যোগ দেবেন। ইতোমধ্যে সম্মেলনে অংশ নিতে সারাদেশের উলামায়ে কেরামকে দাওয়াত করা হয়েছে।’

মক্কা-মদিনার ইমামকে বাংলাদেশে আনার প্রস্তুতি কমিটির সদস্য ও আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইমাম সাহেবরা আগামী ৪ এপ্রিল আসবেন। ৭ এপ্রিল তারা ঢাকা ত্যাগ করবেন। এর মধ্যে ৬ এপ্রিল ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনে যোগ দেবেন।’

সচিবালয়ের সভাশেষে ধর্মসচিব মো. আবদুল জলিল জানান, ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ এপ্রিল আলেম-ওলামা মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর খতিব। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন শায়খ আবদুল্লাহ হাসান আশ’শায়েরী, শায়খ আবদুল্লাহ মাজরু, শায়খ আবদুল্লাহ সোলায়মান তুর্কি ও শায়খ উমর মুহাম্মদ।

ইসলামিক ফাউন্ডেশনের একটি সূত্র জানায়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাপী ইসলামের নামে উগ্রপন্থা ও জঙ্গিবাদের বিস্তার ও এর প্রতিরোধ বিষয়ে মক্কা-মদীনার খতিবরা এ আয়োজনে আলোচনা করবেন। তবে তিন দিনের সফরে বাংলাদেশে অন্য কোনও রাষ্ট্রীয় কাজে তারা অংশ নেবেন কিনা এ নিয়ে আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক কিছু জানাতে পারেননি।

/এসটিএস/জেএইচ/