যুক্তরাজ্যের পার্লামেন্টে নারী এমপি’দের জন্য নেই পর্যাপ্ত টয়লেট!

4TbLXG84cপৃথিবীর অন্যতম উন্নত দেশ যুক্তরাজ্যের পার্লামেন্টে নারী এমপি’দের জন্য পর্যাপ্ত টয়লেট নেই। শনিবার (১ এপ্রিল) সকালে ১৩৬তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে ফোরাম অফ ওম্যান পার্লামেন্টারিয়ানের আলোচনায় একথা বলেন যুক্তরাজ্যের প্রতিনিধি এল মেকিন্স। লিঙ্গ সমতা বিষয়ে বিভিন্ন দেশের সংসদ সদস্যদের কি অবস্থা সে বিষয়টি তুলে ধরা হয় এ সময়।
যুক্তরাজ্যের প্রতিনিধি বলেন, ‘এটি একটি বড় বিষয় যে আমাদের গোটা সংসদ ভবনে নারীদের জন্য যথেষ্ট পরিমাণ টয়লেট নেই। নারী টয়লেটের সংখ্যা বৃদ্ধির জন্য বর্তমানে একটি প্রোগ্রামের মাধ্যমে সংসদ ভবনকে নতুন করে গোছানো হচ্ছে। এটি একটি ছোট পরিবর্তন। কিন্তু এর প্রভাব অনেক বেশি।’
যুক্তরাজ্যের সংসদে লিঙ্গ সমতার অবস্থা কেমন সে বিষয়ে গত বছরের জুলাইয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর নভেম্বরে হাউজ অব কমন্সে তা নিয়ে আলোচনা হয়। তিনি জানান, এ প্রতিবেদনে তিনটি বিষয় উল্লেখ করা হয়। এগুলো হলো— সমতার ভিত্তিতে অংশগ্রহণ, সংসদের অবকাঠামো এবং সাধারণ সংস্কৃতি।
প্রতিবেদনের ৪৩টি সুপারিশ বাস্তবায়নে আগ্রহী যুক্তরাজ্য সংসদের স্পিকার। তিনি জানান, বর্তমানে সংসদ প্রতিবেদকদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি এবং ২০২০ সাল নাগাদ অন্তত ৪০ শতাংশ নারী সংসদ প্রতিবেদক তৈরি করার পরিকল্পনা তাদের।
এছাড়া প্রতিটি রাজনৈতিক দলকে বলা হয়েছে, তারা যেন নারী নারী এমপি’র সংখ্যা বৃদ্ধি করেন। বর্তমানে লেবার পার্টির নারী এমপি সবচেয়ে বেশি বলে জানান তিনি। শনিবার সকালে ফোরাম অফ ওম্যান পার্লামেন্টারিয়ানের বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
/এসএসজেড/জেএইচ/