তিস্তা নিয়ে আশ্বাস, অঙ্গীকার নেই

17837850_10212010773561657_1185040197_o

তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকার শুধু আশ্বাসই দিয়েছে। তবে কোনও অঙ্গীকার করেনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্যেও সেই আশ্বাসের বিষয়ই ফুটে ওঠেছে। তিস্তা ইস্যু আশু সমাধানের আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য তিস্তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আশা করি শিগগিরই এ ইস্যুর সমাধান হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকের পর আয়োজিত যৌথ সংবাদ বিবৃতিতে মোদি একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে শনিবার আয়োজিত মধ্যাহ্ন ভোজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যোগ দিয়েছেন। এজন্য মোদি মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানান তার আমন্ত্রণ গ্রহণ করে মধ্যাহ্ন ভোজে যোগ দিয়েছেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমার সরকার ও শেখ হাসিনার সরকার তিস্তার পানি বন্টন করতে চায় এবং আমরা তা করবো।’

তিনি আরও বলেন, শেখ মুজিব ভারতের প্রকৃত বন্ধু। বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী হিন্দি অনুবাদ হওয়ায় কৃতজ্ঞতা জানান। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে ২০২১ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় প্রামান্য চিত্র তৈরি হবে। বাংলাদেশ ভারত এখন সোনালি অধ্যায় অতিক্রম করছে। 

বক্তব্যের শুরুতে মোদি ভাঙা বাংলায় বাংলাদেশের মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানান।

এর আগে শনিবার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ঘণ্টারও বেশি সময় ধরে দুই নেতা বৈঠক করেন। বৈঠকের পর ২২টি চুক্তি সই হয়েছে।

/ইউআই/এসটি/

আরও পড়ুন: মোদি-হাসিনা বৈঠক: ২২ চুক্তি ও ৪ সমঝোতা স্মারক সই