চুক্তি না হলেও তিস্তা সমস্যার অগ্রগতি হয়েছে: ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিস্তা চুক্তি না হলেও তিস্তা সমস্যার অগ্রগতি হয়েছে।’ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রীর ভারত সফরকালে বিএনপি নেতাদের বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে সেতুমন্ত্রী  বলেন, ‘বিএনপির সব অভিযোগ অবাস্তব, কাল্পনিক ও ভিত্তিহীন।’

সেতুমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে কোনও গোপন চুক্তি নয়, বরং সবগুলো চুক্তি ও সমঝোতা স্মারক প্রকাশ্যে হয়েছে। সই হওয়া চুক্তিগুলো বাংলাদেশের জন্য বিশাল অর্জন।’ এই সফরে দু’দেশের সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও মনে করেন তিনি।

সেতুমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী দেশে ফেরার দিন, বিমান বন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দু’পাশে দাঁড়িয়ে তাকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ।

এর আগে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী আওয়ামী লীগের সভাপতি,সাধারণ সম্পাদক এবং অঙ্গ-সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।

/পিএইচসি/বিএল/

আরও পড়ুন:
তিস্তা নিয়ে আশ্বাস, অঙ্গীকার নেই

মোদি-হাসিনা বৈঠকে ৩৬ চুক্তি সই