‘বাল্য বিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান নিয়ে আলাপ নিরর্থক’

আইনমন্ত্রী আনিসুল হকবাল্য বিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান নিয়ে যেসব আলাপ-আলোচনা হচ্ছে তা নিরর্থক, বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের জুডিসিয়াল কর্মকর্তাদের ১৩৫তম রিফ্রেশার কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে যে বাল্য বিবাহ নিরোধ আইন তৈরি করা হয়েছে সেটায় পরিস্কারভাবে বলা আছে যে ১৮ বছরের কম বয়সী কোনও মেয়েকে এবং ২১ বছরের কম বয়সী কোনও ছেলেকে বিয়ে দেওয়া যাবে না বা তারা বিয়ে করতে পারবে না। এটা হচ্ছে এ আইনের মূল বিষয়। তবে জরুরি অবস্থায় যদি বিয়ের প্রয়োজন দেখা দেয় তাহলে অভিভাবকদের সম্মতি ও আদালতের অনুমতিক্রমে বিয়ে হতে পারে। তার মানে এই না যে ১৮ বছর ও ২১ বছরের বিয়ের বিধান শিথিল করা হয়েছে।’

আইন হচ্ছে জনগণের জন্য উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘তাই যখন কোনও আইন তৈরি করা হয় তখন তা এমনভাবে তৈরি করা হয় যাতে এটা জনগণের পক্ষে পালন করা সম্ভব হয়। জরুরি অবস্থায় পশ্চিমা দেশে যে সব ব্যবস্থা আছে সেগুলো আমাদের দেশের কোনও ধর্মেই প্রয়োগযোগ্য নয়। এ জন্য জরুরি অবস্থার ক্ষেত্রে আমাদের এরকম একটি বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। না হলে এতে যে জটিলতা সৃষ্টি হতো সেটি নিরসন করা কঠিন হতো।’

শিশু রাকিব হত্যায় মৃত্যুদণ্ডের পরিবর্তে দুই আসামিকে যাবজ্জীবন দেওয়া হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি রায় পড়ে দেখেনি। রায় বেরিয়েছে কি না জানি না। রায় প্রকাশিত হওয়ার পর সাজা কমানোর কোনও যুক্তিসংগত কারণ রয়েছে কি না সে বিষয়ে জানানো সম্ভব হবে।’

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মুসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকও বক্তব্য রাখেন।

/এসআই/এমও/