প্রধানমন্ত্রীকে ভুটানের রাজার বর্ণাঢ্য সংবর্ধনা

ভুটানের রাজপ্রসাদের সামনে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হচ্ছে (ছবি- ফোকাস বাংলা)প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুটানের রাজা জিগমে খেসার ন্যামগিল ওয়াংচুক এবং রানি জেটসুন পেম বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকালে প্রধানমন্ত্রী রাজপ্রাসাদ তাশিহোডজংয়ের প্রধান ফটকে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। পরে প্রধানমন্ত্রীকে প্রাসাদের ভেতরে নিয়ে যান ভুটানের একজন মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তারা। এসময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
ভুটানের পারো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হচ্ছে (ছবি- ফোকাস বাংলা)পরে প্রধানমন্ত্রী ভুটানের রাজা ও রানির সঙ্গে দর্শনার্থীদের সামনে উপস্থিত হন। পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন, ভুটানের রাজা ও রানির সঙ্গে কিছু সময় একান্তেও কাটিয়েছেন প্রধানমন্ত্রী।
ভুটানের রাজপরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী (ছবি- ফোকাস বাংলা)শহীদুল হক বলেন, ‘রাজা প্রথমবারের মতো তার ১৪ মাস বয়সী সন্তানকে প্রধানমন্ত্রীকে দেখান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার পুত্রের ‘দাদী’ বলে উল্লেখ করেন।’
ভুটানের রাজার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি- ফোকাস বাংলা)এসময় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন, প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার পুত্র রেদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং তার স্ত্রী ও সন্তানরা উপস্থিত ছিলেন। বাসস।

আরও পড়ুন-

বাংলাদেশ ও ভুটানের মধ্যে ৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

/টিআর/