মহাকাশ থেকে যেমন দেখা যায় রাতের বাংলাদেশ

রাতের বাংলাদেশ ২০১২ সালে তোলা নাসার ছবিমেঘমুক্ত রাতের আকাশে আতশবাজির রোশনাই অনেকেরই মন কাড়ে। গাঢ় অন্ধকারে চোখ ধাঁধানো আলোর জ্বল জ্বল থাকার দৃশ্যটা অসাধারণ। কেমন হয় যদি রাতের বাংলাদেশের এমন ছবি দেখা যেত! আর তা যদি পাওয়া যায় পুরো একটি দশকের প্রতিটি দিনের!

অসম্ভব মনে হলেও এমন ছবি পাওয়া এখন সম্ভব। আর এটা সম্ভব করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার বিজ্ঞানীরা। রাতে পৃথিবী কেমন দেখা যায় তা নিয়ে সম্প্রতি একটি মানচিত্র প্রকাশ করেছে। তাতেই পাওয়া যাচ্ছে, মহাকাশ থেকে দেখা রাতের বাংলাদেশের অসাধারণ ছবি।

নাসা প্রকাশিত রাতের পৃথিবীর স্যাটেলাইট ছবি ‘নাইট লাইটস’ হিসেবে পরিচিতি। প্রতিটি দশকে একবার নাসা এ ছবি প্রকাশ করে থাকে। পৃথিবীজুড়ে মানুষের আবাসের গতি-প্রকৃতির ধারণা পাওয়া যায় এসব ছবিতে। অতীতের রাতের ছবির সঙ্গে বর্তমান বা কাছাকাছি সময়ের ছবি মিলিয়ে বুঝতে পারা যায়, এক দশক আগে কেমন ছিল মানুষের বসতি।

রাতের বাংলাদেশ ২০১৬ সালের ডিসেম্বরে তোলা নাসার ছবি

যেমন- এবার নাসার প্রকাশিত রাতের পৃথিবীর ছবিতে ২০১৬ সালের মাস ও তারিখ অনুসারে ছবি পাওয়া যাচ্ছে। এখন চাইলে যেকেউ ২০১২ সালের রাতের ছবি মিলিয়ে দেখে নিতে পারেন কেমন পরিবর্তন হয়েছে।

২০১৬ সালের রাতের ইউরোপ

এখন পর্যন্ত এক দশকে একবার এমন ছবি প্রকাশ করলেও নাসার বিজ্ঞানীরা পরিকল্পনা করছেন আগামীতে তা আরও দ্রুত প্রকাশ করার জন্য। বিজ্ঞানীরা ভাবছেন, বার্ষিক বা মাসিক কিংবা দৈনিক এ ছবি প্রকাশ করার কথা। নাসা বিজ্ঞানীরা এটা করতে সফল হলে তা আবহাওয়ার পূর্বাভাস, প্রাকৃতিক দুর্যোগে দ্রুত পদক্ষেপ এবং যুদ্ধের ক্ষয়ক্ষতিও এড়ানোর সুযোগ তৈরি হতে পারে।

নাসার নাইট লাইটস ছবিতে আমেরিকা মহাদেশ

নাসার গোদার্দ স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানী মিগুয়েল রোমানের নেতৃত্বে একটি গবেষণা দল এই বিষয়টি নিয়ে কাজ করছে। তারা একটি নতুন সফটওয়ার ও অ্যালগরিদম উন্নয়নের কাজ করছেন যা দিয়ে সর্বোচ্চ মানের ছবি পাওয়া যাবে। চলতি বছরের শেষের দিকে রোমানের টিম আশা করছেন বিশ্ববাসীকে এমন ছবি দিতে পারবেন, যা হবে অনেক স্পষ্ট ও সহজেই কাজে লাগানো যাবে। সূত্র: নাসার ওয়েবসাইট।

/এএ/