৩ দিনে বিমানের ১ কোটি ৩০ লাখ টাকার টিকিট বিক্রি

বিমান (ছবি: সংগৃহীত)ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) উদ্যোগে ‘বিমান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার’ শীর্ষক তিন দিনব্যাপী আয়োজিত মেলায় ১ কোটি ৩০ লাখ টাকার টিকিট বিক্রি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দেশি-বিদেশি পর্যটকদের উৎসাহিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি আন্তর্জাতিক রুটে ২০ শতাংশ ছাড় দেয় এ সময়। গ্রাহকদের চাহিদা বিবেচনা করে  এই উপলক্ষে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত  ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিমান। কর্তৃপক্ষ বলছে, তিনদিনে ৬ রুটে যত টিকিট বিক্রি হয়েছে, তার পরিমাণ আগের যেকোনও সময়ের চেয়ে অনেক বেশি।

গত ২০ এপ্রিল থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী অনুষ্ঠিত ‘বিমান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার’ শীর্ষক মেলা শেষ হয়েছে শনিবার (২২ এপ্রিল)। এই আন্তর্জাতিক পর্যটন মেলার টাইটেল স্পন্সর ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মেলা উপলক্ষে  বিমান ঢাকা থেকে ব্যাংকক, সিঙ্গাপুর, ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কলকাতা ও কাঠমান্ডু রুটে ইকোনমি ক্লাসে ২০ শতাংশ ছাড় দেয়। এতে ঢাকা-ব্যাংক-ঢাকারুটে রিটার্ন ভাড়া ১৯ হাজার ৭৫০ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ২৪ হাজার ২৭৫ টাকা, ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা রুটে ২২হাজার ৫৪০ টাকা,  ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ১৮ হাজার ৬৫৫ টাকা, ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ১১ হাজার ৭৮০ টাকা এবং ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে ১৪ হাজার ৭১৫ টাকায় টিকেট বিক্রি করা হয়। ছাড়ের  টিকিট কেনার দিন থেকে  ৬ মাসের মধ্য ভ্রমণ করতে হবে। এই ৬টি রুট ছাড়াও আন্তর্জাতিক অন্যান্য রুটে ৭ শতাংশ  ছাড় দিয়েছে।  

টিকিট বিক্রি প্রসঙ্গে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘অন্য যেকোনও সময়ের চেয়ে এবার বিমান রেকর্ডসংখ্যক টিকিট বিক্রি করেছে। সম্প্রতি আরেকটি মেলায় প্রায় ৭৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছিল। দেশের মানুষের ভ্রমণের আগ্রহ যেমন বেড়েছে, তেমনি বিমানের প্রতিও আগ্রহ বেড়েছে। গ্রাহকদের চাহিদা বিবেচনা করে আগমী ২৪ এপ্রিল পর্যন্ত এছাড় পাওয়া যাবে বিমানের বিভিন্ন সেলস সেন্টারে।

 /সিএ/ এমএনএইচ/