হাওরবাসীর পাশে আছে শেখ হাসিনার সরকার: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীনেত্রকোনা জেলাজুড়ে একদিকে পানি, আরেকদিকে মানুষের মলিন মুখ। এর মাঝখানে দাঁড়িয়ে আমরা আপনাদের জন্য সহায়তা নিয়ে এসেছি।আতঙ্কিত হওয়ার কিছু নাই। শেখ হাসিনার সরকার অসহায় হাওরবাসীর পাশে আছে। এখানকার পরিস্থিতি এমন যে, কৃষকরা ৮০ হাজার টাকার গরু ৩০ হাজার টাকায় বিক্রি করে দিচ্ছেন।গত ৩০/৪০ বছরে হাওরে এমন পানি আর আসেনি। প্রকৃতির বিরুদ্ধেতো আর লড়াই করা যায় না।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া নেত্রকোনা জেলার মদন উপজেলার হাওর এলাকা পরিদর্শনের আগে কয়রা হাওরের পাড়ে এক মত বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন।

এসময় তিনি হাওর এলাকার দুর্গত ৩শ’ মানুষের হাতে ১৫ কেজি করে চাল ও নগদ ৫শ’ টাকা করে তুলে দেন। অনুষ্ঠানে নেত্রকোনা-২ আসনের এমপি (বারোহাট্টা ) যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, স্থানীয় সংসদ সদস্য রেবেকা মমিন, সংসদ সদস্য ইফতেখারুল আলম, জেলা প্রশাসক মুশফিকুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘গত একমাস যাবত আপনারা লড়াই করছেন, আমরাও আপনাদের সঙ্গে আছি। শেখ হাসিনা সরকারের খাদ্যগুদামে খাদ্যের কোনও অভাব নাই। আমরা সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে এগুচ্ছি।আগামী ফসল না ওঠা পর্যন্ত সরকারের সহায়তা অব্যাহত থাকবে।’

দুর্যোগ ও ত্রাণমন্ত্রী বলেন, ‘বন্যা কবলিত এলাকার বিদ্যুৎ বিল আদায়ে পল্লী উন্নয়ন বোর্ড ও বিদ্যুৎ বিভাগ যেন চাপ না দেয়, সে বিষয়টি মীমাংসার জন্য আমি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলবো। একইসঙ্গে বন্যা কবলিত এলাকার স্কুলগামী ছাত্র-ছাত্রীদের শতভাগ উপবৃত্তির আওতায় আনার জন্য আমি শিক্ষামন্ত্রীর সঙ্গেও কথা বলবো। আপনারা আস্থা রাখুন, একটা শুভ সংবাদ পাবেন।’

পরে তিনি স্পিডবোটে করে কয়রা হাওর পরিদর্শন করেন।

/টিএন/ এপিএইচ/

আরও পড়ুন: 

ত্রাণ নিয়ে কারচুপি হতে দেবেন না: মায়া