বাংলাদেশের সঙ্গে যৌথ কমিশন করতে আগ্রহী বেলারুশ

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেলারুশের শিল্পমন্ত্রী ভিতালি ভোভক (ছকি: ফোকাস বাংলা)বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি সম্পর্কিত যৌথ কমিশন করার আগ্রহ দেখিয়েছে বেলারুশ। ঢাকায় সফররত বেলারুশের শিল্পমন্ত্রী ভিতালি ভোভক বুধবার  সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফকালে এই তথ্য জানান।

বেলারুশের শিল্পমন্ত্রীর আগ্রহের প্রতি সম্মতি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে আমাদের অর্থনৈতিক সম্ভাবনার ক্ষেত্রগুলো কাজে লাগাতে পারি।’ তিনি বলেন, ‘বাংলাদেশ আগামী দিনগুলোয় বেলারুশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রগুলোকে আরও বাড়াতে ইচ্ছুক।’

বেলারুশের শিল্পমন্ত্রী এ সময় ভারী কৃষি যন্ত্রাংশ ব্যবহারে বাংলাদেশি শ্রমিক ও  প্রকৌশলীদের প্রশিক্ষণ দিতেও তার আগ্রহের কথা জানান। এ সময় তিনি বাংলাদেশের এলজিআরডি মন্ত্রণালয় ও বেলারুশের মধ্যকার যৌথ উদ্যোগে বাংলাদেশে ভারী যন্ত্রাংশের জন্য একটি সার্ভিস সেন্টার গড়ে তোলার উদ্যোগ সম্পর্কেও প্রধানমন্ত্রীকে জানান। তিনি বলেন, ‘এ সেন্টারে প্রশিক্ষণ দেওয়া ছাড়াও ভারী যন্ত্রাংশ সংযোজনের ব্যবস্থা থাকবে।’

দেশের শিক্ষাখাতের অগ্রগতি তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার শিক্ষা খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল বিবিআইএন প্রতিষ্ঠার মাধ্যমে এই অঞ্চলের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘বেলারুশের দেওয়া শ্রমিক ও প্রকৌশলীদের প্রশিক্ষণ এবং শিল্প স্থাপনে বেলারুশের যেকোনও উদ্যোগকে বাংলাদেশ স্বাগত জানায়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম ও স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক। সূত্র: বাসস

/এমএনএইচ/