২২ মে থেকে ঢাকা-খুলনা-কলকাতা রুটে বাস চলাচল শুরু

খুলনা-কলকাতা নতুন বাস সার্ভিস (ফাইল ছবি)

আগামী ২২ মে থেকে ঢাকা-খুলনা-কলকাতা রুটে বাস চলাচল শুরু হবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) সহযোগিতায় গ্রিনলাইন পরিবহন ঢাকা থেকে এ সার্ভিস চালু করছে।

বিআরটিসির চেয়ারম্যান মিজানুর রহমান ২২ মে সকালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করবেন।

১৫ মে এ রুটে বাস চলাচলের কথা থাকলেও ভারতীয় কর্তৃপক্ষের এ সংক্রান্ত কার্যক্রম শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়।

গ্রিনলাইন পরিবহনের জেনারেল ম্যানেজার আব্দুস সাত্তার জানান, মাওয়া হয়ে কলকাতায় যাওয়া এটাই হবে প্রথম কোনও বাস সার্ভিস। পদ্মা সেতু চালু হলে সময় কমে যাবে। মাওয়া হয়ে সড়কপথে দূরত্ব একটু বেশি হলেও সময় কম লাগবে। বাসটি ঢাকা থেকে মাওয়ায় আসবে মাত্র আড়াই ঘণ্টায়। আর ঢাকা থেকে ৮ ঘণ্টা লাগবে খুলনা হয়ে বেনাপোল যেতে। আরও দুই ঘণ্টায় সরাসরি কলকাতা। ঢাকা থেকে সরাসরি বাস যাবে কলকাতায়। যাত্রাপথে কোনও পরিবর্তন করতে হবে না।

তিনি বলেন, গ্রিনলাইন পরিবহন ও বিআরটিসির যৌথ উদ্যোগে সপ্তাহে একদির পর পর এ বাস ঢাকা-খুলনা-কলকাতার মধ্যে সরাসরি চলাচল করবে বলেও উল্লেখ করেন তিনি। খবর বাসস।

/এসটি/