বাজেটে হাওরবাসীর জন্য বিশেষ বরাদ্দের দাবি গণসংহতির

বক্তব্য দিচ্ছেন জোনায়েদ সাকিক্ষতিগ্রস্ত হাওরবাসীর জন্য আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘প্রায় ২০ লাখ কৃষক সরাসরি হাওরে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সব মিলিয়ে এক কোটি মানুষ ভয়াবহ অবস্থার মধ্যে আছেন। তাদের চাষের ধান পানিতে তলিয়ে গেছে। ফলে শুধুমাত্র ৩৮ টাকা কেজি দরে চাল ও নগদ ৫শ’ টাকা দিয়ে তাদের দুর্ভোগ কমানো যাবে না।’

বৃহস্পতিবার দুপুরে হাওরের জলমহাল বরাদ্দ দুবছরের জন্য বাতিলের দাবিতে ভূমি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘অবিলম্বে ভূমি মন্ত্রণালয়কে জলমহালের ইজারা বাতিল করতে হবে। এ জলমহালের মালিক দেশের সাধারণ মানুষ।’

পুলিশের বাধাএর আগে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ শেষে ভূমি মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় গণসংহতি আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সামান্য ধাক্কাধাক্কি হয়। এ সময় জোনায়েদ সাকি বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা আইন অনুযায়ী হাওর দুর্গত এলাকার মধ্যে পড়ে। তাই অবিলম্বে হাওরকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করুন। আগামী ছয় থেকে নয় মাস রেশনিং ব্যবস্থা চালু করুন।’

তিনি আরও বলেন, ‘ভূমি ইজারা দেওয়া সংবিধান বিরোধী। এ সরকার শুধু ইজারাদারদের পাহারাদার হিসেবে কাজ করছে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির রাজনৈতিক পরিষদের সদস্য আবুল হাসান রুবেল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

/এসটিএস/এসএনএইচ/