রমজানের আগে হকারদের ব্যবসা করতে দেওয়ার আহ্বান

সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমআসন্ন রমজানের আগেই ঢাকাসহ সারাদেশের হকারদের বাধাহীনভাবে ব্যবসা করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, ‘হকারদের উচ্ছেদ করায় দেশের কোটি কোটি মানুষের ঘুম হারাম হয়ে গেছে।’

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হকার্স সংগ্রাম পরিষদ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

রমজানে পূর্ণ দিবস হকারি করা, হকার উচ্ছেদ বন্ধ ও পুর্নবাসন নীতিমালা বাস্তবায়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘রমজানের ভেতরে সকাল-সন্ধ্যা রাস্তায় রাস্তায় কেনাবেচা অব্যাহত থাকবে।’

পল্টন থেকে প্রেসক্লাব আসার সড়কএ সময় ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা হকার নেতাদের সঙ্গে বসেন এবং হকাররা যেন বিনা বাধায় ব্যবসা করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করবেন। যদি তা না করেন তাহলে সব জেলা-উপজেলায় হকাররা আন্দোলন ছড়িয়ে দেবে। কৃষক-শ্রমিক-জনতাও এ আন্দোলনে অংশ নেবেন।’

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খানসহ হকার নেতারা। এ সময় কয়েকশ হকার সমাবেশে অংশ নেন।

এদিকে হকারদের সমাবেশকে কেন্দ্র করে পল্টন থেকে প্রেসক্লাবে আসার সড়কটি বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ লক্ষ্য করা গেছে। পাশাপাশি ওই এলাকায় যানজট ছিল লক্ষ্যণীয়।

/এসটিএস/এসএনএইচ/