নৌবন্দরগুলো প্রতিদিনই খোলা রাখার সুপারিশ

নৌমন্ত্রণালয়দেশের নৌবন্দরগুলো সপ্তাহের প্রতিদিনই খোলা রাখার সুপারিশ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে সমন্বয় করে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার কথা বলেছে কমিটি।

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির ৪২তম বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের (বীরউত্তম) সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন- কমিটির সদস্য মো. আব্দুল হাই, এম আব্দুল লতিফ এবং রণজিৎ কুমার রায়।

বৈঠকে স্থলপথে আমদানি ও রফতানি সহজতর ও উন্নতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের সুপারিশ করা হয়। এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ঘাটগুলোতে যাত্রী হয়রানি বন্ধ করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়।

/ইএইচএস/এসএনএইচ/