ভাস্কর্যটি যেখানে সরানোর কাজ চলছে

সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের কাছে ভাস্কর্যটি স্থানান্তরের কাজ চলছে

সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রিক দেবী থেমিসের ভাস্কর্যটি সরিয়ে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণের অ্যানেক্স ভবনের সামনে প্রতিস্থাপন করা হবে বলে জানা গেছে। ইতোমধ্যে সেখানে স্থাপনের প্রাথমিক কাজ শুরু হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত ১২টার পর ভাস্কর মৃণাল হকের নেতৃত্বে ১৩ জন কর্মীসহ মোট ২০ জন শ্রমিক ভাস্কর্যটির ভিত ভাঙার কাজ শুরু করেন। প্রভাবশালী গোয়েন্দা সংস্থার একটি সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে।

ভাস্কর মৃণাল হক সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমার কিছু বলার নাই। অনেকের অনেক ক্ষমতা আছে। আমি এটি বানিয়েছি, এখন আমাকে সরাতে বলা হয়েছে আমি সেটি তদারকি করছি।’ কান্না জড়িত কন্ঠে মুখ ঢেকে তিনি আরও বলেন, ‘এসব বলতে গেলে বিপদ। এর আগে আমার বানানো লালনের ভাস্কর্য ভাঙা হয়েছে। এটি সরিয়ে নেওয়ার কথা আমাকে গতকাল জানান হয়েছে।’

সুপ্রিম কোর্টের অ্যনেক্স ভবনের সামনে চলছে ভাস্কর্যটি স্থানান্তরের কাজ

এদিকে ইতোমধ্যেই অ্যানেক্স ভবনের সামনে জায়গা নির্ধারণ করে খোঁড়াখুঁড়ির কাজ শুরু হয়েছে বলে ঘটনাস্থলে থাকা বিশ্বস্ত সূত্রে জানা গেছে। রাতের মধ্যেই সেখানে প্রতিস্থাপনের কাজ শেষ করতে কাজ শুরু করেছেন অর্জুন চাকমা ও সুজন চাকমা। এর আগে রাত সাড়ে ১২টার সময় মৃণাল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি সরিয়ে নিতে গিয়ে যেন কোন ক্ষতি না হয় সেজন্য আমাকে থাকতে বলা হয়েছে। এটি অ্যানেক্স ভবনের সামনে নেওয়া হবে বলে আমাকে জানানোও হয়েছে। শেষ পর্যন্ত কী হয় দেখা যাক।’

সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরিয়ে ফেলা হচ্ছে। ছবি-নাসিরুল ইসলাম

রাষ্ট্রের প্রধান আইনজীবী মাহবুবে আলম এই প্রতিস্থাপনের বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকেলে প্রধান বিচারপতি তাকে ডেকে নিয়ে বলেন, সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্যকে কেন্দ্র করে আমি কোনও অপ্রীতিকর ঘটনা চাই না। এটি সরিয়ে নেওয়া হোক এবং এমন জায়গায় স্থাপন করা হোক, যেন প্রশ্ন না ওঠে ।’

/ইউআই/এসএ/ টিএন/