সিরিয়ার শরণার্থীদের সহায়তায় জাতিসংঘ মেলা

জাতিসংঘ মেলায় বাংলাদেশি স্টলজাতিসংঘ সদর দফতরের ভেতরে ইস্ট রিভার প্লাজায় ‘জাতিসংঘ আন্তর্জাতিক বাজার’ (মেলা) অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজের স্ত্রী এবং ‘ইউএন উইমেন গিল্ড’ এর অনারারি প্রেসিডেন্ট ক্যাটারিনা ভাজ পিনটো গুতেরেজের আহ্বানে সাড়া দিয়ে  ‘ইউএন উইমেন গিল্ড’ এবং সদস্য দেশ ও সংস্থাগুলোর কর্মকর্তাদের স্ত্রীরা গত বৃহস্পতিবার এই মেলার আয়োজন করেন। মেলা থেকে উপার্জিত অর্থ সিরিয়ার শরণার্থীদের জন্য এবং বিশ্বব্যাপী ‘ইউএন উইমেন গিল্ড’ এর স্পন্সর করা শিশু প্রকল্পে ব্যয় করা হবে।

শুক্রবার (২৬ মে) জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রচণ্ড বৃষ্টি ও বাতাস উপেক্ষা করে নিউইয়র্কে বসবাসকারী বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যসহ জাতিসংঘের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই মেলা চলে। হাতে তৈরি খাবার, বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প, পোশাক, শো-পিসসহ অসংখ্য লোকজ ও সাংস্কৃতিক উপাদানের পণ্য সামগ্রী দিয়ে মেলার স্টলগুলো সাজানো হয়।

জাতিসংঘ মেলায় বাংলাদেশি স্টল জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির স্ত্রী ফাহমিদা জাবিনের তত্ত্বাবধানে এবং স্থায়ী মিশন ও নিউইয়র্ক কনস্যুলেট জেনারেল অফিসের কর্মকর্তাদের স্ত্রীদের অংশগ্রহণ ও সহযোগিতায় মেলায় বাংলাদেশের পক্ষে  দুটি স্টল নেওয়া হয়। হাতে তৈরি বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার এবং দেশীয় কারু-হস্তশিল্প সামগ্রীর বিভিন্ন পণ্য  সজ্জিত বাংলাদেশ স্টল ছিল বিদেশি ক্রেতাদের অন্যতম আকর্ষণ।

মেলা পরিদর্শনে গিয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের মিলন মেলা। বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, আতিথেয়তা, সম্প্রীতি ও ঐতিহ্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ক্ষেত্রে এ মেলা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।’

উল্লেখ্য,মানবতার কল্যাণে অর্থ সংগ্রহের লক্ষ্যে প্রতিবছর  ইউএন ইন্টারন্যাশনাল বাজারের (মেলার) আয়োজন করা হয়।

/এসএসজেড/ এপিএইচ/