পুরনো ব্যানার নিয়েই নেমে পড়লো ওরা

একটি পুরনো ব্যানার নিয়ে মিছিল করেছে েইসলামী ছাত্র ঐক্যসুপ্রিম কোর্টে গ্রিক দেবীর ভাস্কর্য পুনঃস্থাপনের প্রতিবাদে শনিবার (২৭ মে) গভীর রাতে রাজধানীতে মিছিল করেছে দুটি ইসলামপন্থী ছাত্র সংগঠন। তবে মিছিলকারীদের সংখ্যা ছিল হাতেগোনা। এর মধ্যে সর্বদলীয় ইসলামী ছাত্রঐক্য নামে একটি সংগঠনের ৭-৮ জন  কর্মী একটি পুরনো ব্যানার নিয়ে মিছিলে নেমে পড়েন। তারা বায়তুল মোকাররম থেকে মিছিল নিয়ে হাইকোর্টের দিকে যান।  

ইসলামবিরোধী শিক্ষানীতি বাতিল এবং ভাস্কর্য অপসারণের দাবিতে গত ২৫ মে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছিল এই সংগঠনটি। সেই মানববন্ধনের পুরনো ব্যানার নিয়েই তারা শনিবার রাত ১২টার পর ভাস্কর্য পুনঃস্থাপনের প্রতিবাদে মিছিল করে।

এছাড়া ভাস্কর্য পুনঃস্থাপনের প্রতিবাদে মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। তারাও মিছিল নিয়ে হাইকোর্টের দিকে রওনা হলে পুলিশ তাদের বাধা দেয়।

রমনা জোনের এডিসি আজিম উল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিক্ষোভকারীদের বুঝিয়ে ঈদগাহ গেট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ মে) রাত ১২টা পর সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হয়। এর ৪৮ ঘণ্টা পর শনিবার (২৭ মে) রাত দেড়টা দিকে অ্যানেক্স ভবনের সামনে এটি পুনঃস্থাপন করা হয়।

এসটিএস/ আরজে/ এপিএইচ/