তীব্র গরমে এক পশলা স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

জৈষ্ঠ্যের তীব্র তাপদাহে ওষ্ঠাগত নাগরিক জীবন। গরমে অতিষ্ঠ নগরবাসী চাতকের  মতো অপেক্ষা করছিল একটুখানি বৃষ্টির। অবশেষে নগরে নেমে এলো সেই স্বস্তির বৃষ্টি। রবিবার সকাল থেকে আকাশে ছিল মেঘের আনাগোনা। কিন্তু এতো সহসা যে বৃষ্টির দেখা মিলতে পারে হয়তো আশা করতে পারেনি নগরবাসী।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে গরমের তীব্রতা কমে যাওয়ার আভাস ছিল। শুক্রবার থেকে অনেক এলাকায় বৃষ্টি হয়েছে। রবিবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়লে বিরাজ তাপপ্রবাহ কেটে যাবে।

আবহাওয়ার শনিবারের পূর্বাভাসেও দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টির হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

18788962_10213426949615006_1604512542_o

শুক্রবার বিকাল থেকে অস্থায়ী দমকাসহ ঝড়ো হাওয়া বয়ে যায় রাজধানীতে। সন্ধ্যায় রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থান নামে বৃষ্টি। রাজধানীর আগারগাঁও, মিরপুর, বনানী, নর্দ্দাসহ বিভিন্ন এলাকায় এক পশলা বৃষ্টি হয়। এতে কিছুটা স্বস্তি পাওয়া যায়।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এটি ঘনীভূত হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

/এসটি/