কক্সবাজার থেকে ২৩০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় ‘মোরা’

ঘূর্ণিঝড় ‘মোরা’ কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। অন্যদিকে, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩০৫ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। সোমবার দিবাগত রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

স্যাটালাইট থেকে ঘূর্ণিঝড় মোরাআবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান বলেন, “উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোরা’ আরও সামনে উত্তরদিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত ও উত্তর দিকে অগ্রসর হয়ে ৩০ মে মঙ্গলবার সকাল নাগাদ চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে।”

তিনি আরও জানান, ঘূর্ণিঝড় ‘মোরা’ এর অগ্রবর্তী অংশের প্রভাবে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

/সিএ/এমও/