রোহিঙ্গা নির্যাতন তদন্তে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন

কক্সবাজারের টেকনাফে আশ্রিত রোহিঙ্গা শরণার্থী (ছবি-সংগৃহীত)

রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপরে মিয়ানমার সামরিক বাহিনীর নির্যাতনের ঘটনা তদন্তে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল তিন সদস্যের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন গঠন করেছে। 

আজ  মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রেসিডেন্ট হোয়াকেন আলেক্সান্ডার মাজা মারতেই এ মিশনের তিন সদস্যের নাম ঘোষণা করেন। তারা হলেন- ভারতের ইন্দিরা জয়সিং, শ্রীলঙ্কার রাধিকা কুমারাসোয়ামী এবং  অস্ট্রেলিয়ার ক্রিস্টোফার ডমিনিক সিডোটি।

মানবাধিকার কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ইন্দিরা জয়সিং মিশনের প্রধান হিসেবে কাজ করবেন।

গত ২৪ মার্চ মানবাধিকার কাউন্সিলের ৩২তম সভায় সিদ্ধান্ত নেওয়া হয় মিয়ানমারে এবং বিশেষ করে রাখাইন প্রদেশে মিয়ানমারের মিলিটারি ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লংঘনের যে অভিযোগ উঠেছে, সে সম্পর্কে তথ্য এবং ঘটনাবলী জানার জন্য একটি স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানো হবে।

এ মিশনের সদস্যদের মিয়ানমার মিলিটারি ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, ধর্ষণ এবং অন্যান্য যৌন নির্যাতন, আইন-বহির্ভূত হত্যা, অপহরণ, গুম এবং সম্পদের ক্ষতি সাধনের বিষয়ে তদন্ত করার অধিকার দেওয়া হয়েছে।

ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে পরিপূর্ণ সহায়তা এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের অনুমতি দেওয়ার জন্য মিয়ানমারকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। এ মিশন আগামী সেপ্টেম্বরে মানবাধিকার কাউন্সিলে মৌখিকভাবে প্রথম রিপোর্ট দেবে এবং ২০১৮ সালের মার্চে তাদের পূর্ণ রিপোর্ট প্রকাশ করবে।

/এসএসজেড/এপিএইচ/

আরও পড়ুন: