বিমানবহরে যুক্ত হলো এয়ারবাস এ-৩৩০ উড়োজাহাজ

এয়ারবাস এ-৩৩০ উড়োজাহাজবিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হয়েছে লিজ আনা একটি এয়ারবাস এ-৩৩০ উড়োজাহাজ। স্পেনের ওয়ামোস এয়ার থেকে ৮ মাসের জন্য এই উড়োজাহাজটি আনা হয়। বৃহস্পতিবার (১৫ জুন) থেকে উড়োজাহাজটি দিয়ে ঢাকা-দোহা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান।

বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘যাত্রীদের আরও উন্নত সেবাদান এবং অনটাইম পারফম্যান্স বাড়াতে বহরে উড়োজাহাজ সংযোজন করা হয়েছে। এয়ারবাস এ-৩৩০ বহরে সংযোজনের মধ্য দিয়ে বিমানের উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ১৩টি।’

শাকিল মেরাজ আরও বলেন, ‘উড়োজাহাজটিতে ২০টি বিজনেস ক্লাস ও ৩০৭টি ইকোনমি ক্লাসসহ মোট ৩২৭টি আসন রয়েছে। বিমানের মধ্যপ্রাচ্যের রুটগুলোতে বিশেষত দোহা ও কুয়েত রুটে উড়োজাহাজটির মাধ্যমে ফ্লাইট পরিচালনা করা হবে।’

এয়ারবাস এ-৩৩০ উড়োজাহাজবিমান সূত্রে জানা গেছে, আগামী বছরের শুরুতে বিমানবহরে দীর্ঘ মেয়াদের লিজে দুটি উড়োজাহাজ যুক্ত করা হবে। এ সময়ে বিমানের ফ্লাইট শিডিউল ঠিক রাখতে ৮ মাসের জন্য এ উড়োজাহাজটি ভাড়ায় আনা হয়েছে। ওয়েট লিজ উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ, ক্রু, ইন্সুরেন্স নিশ্চিত করবে সরবরাহকারী প্রতিষ্ঠান।’

প্রসঙ্গত, বর্তমানে বিমানের রয়েছে, নিজস্ব ক্রয়কৃত ব্র্যান্ড নিউ ৪টি সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ ইআর এবং ২টি ব্র্যান্ডনিউ ৭৩৭-৮০০ এয়ারক্রাফট এবং লিজে সংগৃহীত ২টি বোয়িং ৭৭৭-২০০ ইআর, ২টি বোয়িং ৭৩৭-৮০০, ২টি ড্যাশ ৮কিউ ৪০০ এবং ১টি এয়ারবাস এ৩৩০ এয়ারক্রাফট। বিমান বর্তমানে ১৫টি আন্তর্জাতিক ও ৭টি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে। গত ২০১৫-২০১৬ অর্থবছরে বিমান ২৩ লাখ ১৮ হাজার যাত্রী পরিবহন করেছে।

/সিএ/এমও/