ধর্ষণের অভিযোগে আটক মডেল তানভীরের জামিন নামঞ্জুর


মডেল তানভীর তনু (ছবি-ইন্টারনেট)
ধর্ষণ মামলায় গ্রেফতার মডেল ও অভিনেতা তানভীর তনু’র রিমান্ডের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মো.শরাফুজ্জামান আনসারী শনিবার দুপুরে এই নির্দেশ দেন।

অভিযুক্ত তরুণীর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার নিজ বাসা থেকে শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (১৭ জুন) দুপুরে মামলার কর্মকর্তা রূপনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত)  মো. মোকাম্মেল হক আসামিকে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে, আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আদালতের কাছে জামিন আবেদন করলে আদালত উভয় আবেদন নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ধর্ষণের এই মামলায় অভিযুক্ত তানভীর তনু’র সঙ্গে মো. জাবেদ তার এক বন্ধুকেও আসামি করা হয়েছে।
উল্লেখ্য, এক তরুণী রূপনগর থানায় গত (১৬ জুন) শুক্রবার বিকালে ধর্ষণের অভিযোগ তুলে মডেল ও অভিনেতা তানভীর তনু’র বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ অভিযোগে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

/এসএস/টিএন/