ফখরুলের গাড়ি বহরে হামলা: সোমবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

আহত মির্জা ফখরুল ইসলাম আলমগীরচট্টগ্রামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার সারাদেশে বিক্ষোভ ডেকেছে দলটি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া এ কর্মসূচির সিদ্ধান্ত দিয়েছেন। দলের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, ‘আগামীকাল সোমবার রাজধানী ঢাকার থানায় থানায়, সারাদেশের মহানগর ও জেলা-জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। দলীয় প্রধান এই কর্মসূচির সিদ্ধান্ত দিয়েছেন।’

রবিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শান্তিরহাট এলাকায় পাহাড় ধসে দুর্গতদের দেখতে যাওয়ার পথে চট্টগ্রামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম আহত হন। গাড়ি বহরে থাকা একজনের মাথা ফেটে গেছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের জীবন হুমকির মুখে। আমার হাতের আঙুল ফেটে গেছে, মহাসচিব হাতে ব্যাথা পেয়েছেন। আমাদের গাড়ি পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে।’ তিনি এই হামলার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের দায়ী করেছেন।

/এসটিএস/এসএনএইচ/