‘একদিন ক্ষমতার বাইরে আসতে হবে, সেদিন কী জবাব দেবেন?’

সংসদে এ বি এম রুহুল আমিন

চট্টগ্রামে পাহাড় ধ্সসহ দুর্যোগ প্রসঙ্গ টেনে বিরোধী দল জাতীয় পার্টির এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ‘পাহাড় এখন মৃত্যু উপত্যকা। দুর্যোগ মোকাবিলায় সরকার কী ব্যবস্থা নিয়েছে মানুষ জানতে চায়। একদিন ক্ষমতার বাইরে আসতে হবে। সেদিন কী জবাব দেবেন?’

রবিবার ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায়  অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি  বলেন, ‘বাজেটে ভ্যাটের বোঝা চাপানো হয়েছে। এটা অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত। আগামী নির্বাচন ঘিরে যখন অপশক্তি সোচ্চার সেই সময় বাজেটে ভ্যাটের এই প্রস্তাব আত্মঘাতীমূলক সিদ্ধান্ত। নতুন ভ্যাটের প্রস্তাব প্রত্যাহার করতে হবে।’

তিনি বলেন, ‘ব্যাংক হিসাবে বাড়তি আবগারি শুল্ক আরোপের প্রস্তাবে মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এক লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্কের আওতামুক্ত রাখা ​​হোক। যেহেতু আমরা মানুষের জন্য রাজনীতি করি, তাই তাদের কষ্ট হয় এমন কিছু করা উচিত নয়।’

দ্রব্যমূল্যের ‘উর্ধ্বগতি’ প্রসঙ্গ তিনি বলেন, ‘রমজানে দ্রব্য মূল্যের পাগলা ঘোড়া বাজারে ছেড়ে দিলেন কেন? নির্বাচন সামনে কী করে চালের দাম বাড়ল? কখন থামবে? পার্লামেন্টে​ এটা বলুন। মানুষ জানুক কী কী পদক্ষেপে নিয়েছেন।

আর্থিক খাতের বিশৃঙ্খলতার প্রসঙ্গ টেনে জাপা এমপি বলেন, ‘ব্যাংকিং খাতে হাজার কোটি টাকা লুট হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের টাকা চুরি হয়েছে। কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে পারলাম না।’

বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য মুহম্মদ ফারুক খান বলেন, ‘বিএনপি যখন বলে পকেট কাটার বাজেট তখন সন্দেহ হয়। তাদের আমলে বাংলাদেশ তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। বিএনপির উচিত ছিল ​ফোকাসগুলো নিয়ে কথা বলা। কিন্তু তারা বাজেট নিয়ে কোনও আলোচনা করেনি। কারণ তারা বাজেট বুঝে না। খালেদা জিয়া বিএনপি–জামায়াতের নেতৃত্বে অশুভ শক্তি অতীতেও বাংলাদেশের উন্নয়ন ব্যাহত করেছে, আগামীতেও করবে। নির্বাচন সামনে রেখে অশুভ শক্তির পায়তারা লক্ষ্য করছি।’

/ইএইচএস/এসটি/