অতিরিক্ত যাত্রী তোলায় সদরঘাটে ৮ লঞ্চের বিরুদ্ধে মামলা

অতিরিক্ত যাত্রী নিয়ে সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে লঞ্চ (ছবি- ফোকাস বাংলা)ধারণক্ষমতার বেশি যাত্রী তোলায় সদরঘাটে আটটি লঞ্চের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শুক্রবার (২৩ জুন) রাতে ছয়টি এবং আজ শনিবার (২৪ জুন) সকালে দুইটি মামলা দায়ের করা হয়।
বিআইডব্লিউটি’র নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন বাংলা ট্রবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন কোন লঞ্চের বিরুদ্ধে মামলা হয়েছে, সে তথ্য তথ্য জানাতে রাজি হননি তিনি।
জয়নাল আবেদিন বলেন, ‘লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বহন না করার জন্য বারবার মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এরপরও কিছু কিছু লঞ্চ মালিক তাদের লঞ্চে অতিরিক্ত যাত্রী তুলছেন। এ কারণেই ওই আটটি লঞ্চের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

আরও পড়ুন-

এ কেমন ঈদযাত্রা!

কার নিয়ন্ত্রণে লঞ্চের কেবিন?

ছাদ বোঝাই, তবু লঞ্চ ছাড়ে না

/এসএস/টিআর/