হাজার বছরের পুরনো বাটি না পাওয়ায় মওদুদের ক্ষোভ

মওদুদ আহমেদের সংবাদ সম্মেলনগুলশানের আলিশান বাড়ি থেকে উচ্ছেদের পর এক হাজার বছরের পুরাতন বাটি খুঁজে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন, ‘বাড়িটি থেকে আমার ৪৪ প্রকার মালামাল পাওয়া যায়নি। এটা তো রাষ্ট্রের সম্পদ না। এর মধ্যে আমার একটি বাটি ছিল যা এক হাজার বছরের পুরোনো। একটি লাইব্রেরি ছিল, যা আমার ব্যক্তিগত সম্পদ। দীর্ঘ ৫০/৬০ বছর ধরে আমি সেখানের বই সংগ্রহ করেছি।’

রবিবার গুলশান-২-এর ৫১ নম্বর সড়কের ২ নম্বর বাড়ির ছয়তলা ভবনে নিজস্ব ফ্ল্যাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমেদ বলেন, ‘গুলশানের বাড়িটি ভেঙে রাজউক আদালতকে অপমান করেছে।’

ভেঙে ফেলা হচ্ছে মওদুদ আহমদের সেই বিতর্কিত বাড়িটি

/এসএস/এসএনএইচ/