রিজেন্টের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, ভোগান্তিতে ঢাকা ও নেপালের যাত্রীরা

 

রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট বিলম্বের তথ্যদেশের বেসরকারি এয়ারলাইন্স রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন ঢাকা ও নেপালের যাত্রীরা। রিজেন্টের বোয়িং-৭৩৭-৮০০ উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের হাইড্রোলিক পাওয়ারে সমস্যা দেখা দেওয়ায় এই ভোগান্তির সৃষ্টি হয়েছে। বুধবার এ ঘটনায় নেপাল ও ঢাকা থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি দু’টি ফ্লাইট। রিজেন্ট এয়ারওয়েজের রিজার্ভেশন কর্মকর্তা মো. সাজ্জাদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার রিজেন্ট এয়ারওয়েজের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি নেপাল থেকে ঢাকায় আসার শিডিউল ছিল। একই  উড়োজাহাজের ঢাকায় ফিরে বুধবার রাত ১০টা ৪৫ মিনিটে দোহাগামী যাত্রীদের নিয়ে যাওয়ার শিডিউল ছিল। কিন্তু নেপালে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের হাইড্রোলিক পাওয়ারে সমস্যা দেখা দেওয়ায়  সেখান থেকে নির্ধারিত সময়ে ফিরতে পারেনি ফ্লাইটি। ঢাকার উড়োজাহাজ না ফেরার কারণে নির্ধারিত সময়ে দোহাগামী যাত্রীদের নিয়ে যেতেও পারেনি।

নেপালে রিজেন্টে সেই ফ্লাইটে ঢাকার ফেরার জন্য অপেক্ষা করছিলেন  জাহিদ রেজা। তার স্বজন সাজ্জাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত সাড়ে আটটার দিকে রেজা ভাই  ভাবি ও বাচ্চাদের নিয়ে থাকায় ফিরের কথা। কিন্তু রাত সাড়ে ১১টার দিকে ফ্লাইটটি নেপাল থেকে ছেড়ে আসেনি। কখন ফিরবে, সেই তথ্য নেপালে যাত্রীদের জানায়নি রিজেন্ট এয়ার।’

এদিকে নেপালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের অফিসিয়াল ওয়েব সাইটে থেকে জানা গেছে, নেপাল থেকে ঢাকাগামী রিজেন্টের ফ্লাইটি নির্ধারিত সময়ে ছেড়ে আসছে না।

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিজেন্ট এয়ারওয়েজের দোহাগামী একটি ফ্লাইটের নির্ধারিত সময় ছিল রাত ১০টা ৪৫ মিনিটে। ফ্লাইটি পিছিয়ে বুধবার দিবাগত রাত ১টায় পুননির্ধারণ করা হয়েছে। রিজেন্টের উড়োজাহাজ নেপাল নির্ধারিত সময়ে না ফেরায় দোহায় ফ্লাইটটি সময় পিছিয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে।

রিজেন্ট এয়ারওয়েজের রিজার্ভেশন কর্মকর্তা মো. সাজ্জাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যে উড়োজাহাজটি নেপাল থেকে যাত্রী নিয়ে ঢাকা ফেরার কথা ছিল, সেটি যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসতে পারেনি। একই উড়োজাহাজই দোহায় যাওয়ার জন্য নির্ধারিত থাকায়, ঢাকা থেকে দোহাগামী ফ্লাইটও পিছিয়ে দেওয়া হয়েছে। তবে উড়োজাহাজটি দ্রুত মেরামত শেষে ঢাকায় ফিরবে।’

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রিজেন্ট এয়ারওয়েজের কর্মকর্তা কেএম জাফরউজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উড়োজাহাজের  হাইড্রোলিকে পাওয়ারে সমস্যা হয়েছিল। এটি দ্রুত মেরামতের কাছ চলছে।’

/সিএ/এমএনএইচ/