এশীয় কূটনীতিকদের সম্মেলন হবে ঢাকায়

পররাষ্ট্র সচিব এম শহীদুল হককে বিসিএস ফরেন অ্যাফেয়ার্স অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছাঢাকায় প্রথমবারের মতো হতে যাচ্ছে এশীয় কূটনীতিকদের সম্মেলন। আগামী বছরের শুরুর দিকে এর আয়োজন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৯ জুন) বিসিএস ফরেন অ্যাফেয়ার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এশিয়ান ফরেন সার্ভিস কনফারেন্স’ শীর্ষক এ আয়োজন করা হবে সম্মিলিতভাবে। এশিয়ার অন্যান্য দেশের ফরেন অ্যাফেয়ার্স অ্যাসোসিয়েশন এবং যেসব দেশে অ্যাসোসিয়েশন নেই সেখানকার ফরেন সার্ভিস একাডেমি যৌথভাবে অংশ নেবে এ সম্মেলনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সম্মেলনটির উদ্দেশ্য হবে— অন্যান্য দেশের ভালো কার্যক্রম সম্পর্কে জানা এবং তা বাংলাদেশে কীভাবে প্রয়োগ করা যায় তা নিয়ে আলোচনা করা।

বৃহস্পতিবারের সভায় চলতি বছর বিসিএস ফরেন অ্যাফেয়ার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন পরিকল্পনা এবং অন্যান্য পেশাদার সংস্থার সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনা করা হয়।

/এসএসজেড/জেএইচ/