রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা প্রত্যাহার করলো ইউনেস্কো



রামপাল বিদ্যুৎ প্রকল্পসুন্দরবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়ে ইউনেস্কো তার বিরোধিতা প্রত্যাহার করেছে। পোল্যান্ডে অনুষ্ঠিত ইউনেস্কোর ৪১তম ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ওয়ার্ল্ড হেরিটেজ ইন ডেঞ্জার তালিকায় সুন্দরবনকে রাখা হবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
১৯৯৭ সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সম্প্রতি সুন্দরবনের পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করা হয় ও বাংলাদেশকে সুন্দরবনের অবস্থা উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। ২০১৬ সালে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য বিষয়টি তাদের নজরে এলে তারা প্রকল্পটি অন্য জায়গায় স্থানান্তরের আহ্বান জানান।
৪১তম ওয়ার্ল্ড হেরিটেজ সভায় কমিটি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সাপেক্ষে সুন্দরবনে রামপাল প্রকল্প স্থাপনে বাংলাদেশের সিদ্ধান্তকে অনুমোদন করে। ২০১৬ সাল থেকে সুন্দরবন সংরক্ষণে বাংলাদেশের একাধিক পদক্ষেপ নেওয়াকে স্বাগত জানায় কমিটি।
বাংলাদেশের সুন্দরবনসহ গোটা দক্ষিণ-পশ্চিম অঞ্চলে কৌশলগত পরিবেশ জরিপ পরিচালনার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হলে বাংলাদেশের পক্ষ থেকে সম্মত জানানো হয়।
এসএসজেড/এমএনএইচ/