ফরহাদ মজহারের অপহরণ মামলায় জবানবন্দি দিলেন এক নারী

ফরহাদ মজহারফরহাদ মজহার অপহরণের ঘটনায় দায়ের হওয়া মামলায় এক নারী আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। সোমবার বিকালে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের খাসকামরায় ওই নারী জবাববন্দি দেন। ওই নারী ফরহাদ মজহারের এনজিও উবিনিগে কাজ করেন।

মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিজামজদ্দিন বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন।

জবানবন্দিতে তিনি বলেন,  ২০০৬ সালের ফরহাদ মজহারের এনজিওতে চাকরি পায়।তার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। তিনি ওই জেলার দক্ষিণ সোনাখালীতে থাকেন। ডিবি পুলিশ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক আত্মীয়ের বাড়ি থেকে সোমবার ঢাকায় নিয়ে আসে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাহবুবুল হক ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে এই মামলার সাক্ষী হিসেবে ওই নারীর জবানবন্দি গ্রহণের জন্য আবেদন করেন। পরে তার জবানবন্দি নেওয়া হয়।

/এসআইটি/এসটি