আশুলিয়ার সেই 'জঙ্গি বাড়িটি' কেমন (ভিডিও)

আশুলিয়ার জঙ্গি আস্তানা

আশুলিয়া থানার নয়ারহাটের চাকোল গ্রামের পাশে চৌরাপাড়ায় জঙ্গি আস্তনা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব। শনিবার রাত ১টা থেকে আধাপাকা টিনশেডের ওই বাড়িটি ঘিরে রেখেছেন র‌্যাব-৪ এর সদস্যরা।

প্রায় দুই মাস আগে বাড়িটি ভাড়া নিয়েছিল আজাদ নামের একজন। গার্মেন্ট শ্রমিক পরিচয়ে বাড়িটি ভাড়া নেওয়া হয়। বাড়ির মালিকের নাম ইব্রাহিম। এরই মধ্যে তাকে আটক করা হয়েছে। বাড়ির ভেতর তিন-চারজন থাকতে পারে বলে ধারণা করছে র‌্যাব।

স্থানীয় বাসিন্দা আবদুল কাদের জানান, বাড়িটির আশেপাশে আর কোনও বাড়ি নেই। দক্ষিণ দিক বাদে বাড়ির তিন দিকেই পানি রয়েছে। সেখান থেকে জঙ্গিদের পালিয়ে যাওয়ার সুযোগ নেই।

রবিবার সকাল ৭টার দিকে র‌্যাবের আইন ও গণমাধ্যম উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সাংবাদিকদের একথা জানান। তিনি জানান,নিরাপত্তার স্বার্থে আশপাশের বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

 র‌্যাবের গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, বাড়িটির ভেতর বিস্ফোরক আছে। নিরাপত্তার কারণে আশেপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। পুরো এলাকা র‌্যাব ঘেরাও করে রেখেছে। সাংবাদিকসহ অন্যান্যদের ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে সরিয়ে রাখা হয়েছে। অভিযানের জন্য অপেক্ষা করছেন র‌্যাব সদস্যরা। ঘটনাস্থলে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা উপস্থিত রয়েছেন।

 /এসটি/

 

আরও পড়ুন- 

 

গার্মেন্ট শ্রমিক পরিচয়ে ভাড়া নেওয়া হয় ওই বাড়িটি

আশুলিয়ায় জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান
আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও