সম্মানজনক সমাধানের আশ্বাসে শিক্ষার্থীদের অনশন ভাঙালো জাবি প্রশাসন

20179889_1913561648931249_1280188636_nজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান সংকটের সম্মানজনক সমাধানের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে আগামী সাতদিনের মধ্যে আশ্বাসের দৃশ্যমান অগ্রগতি না হলে ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ এবং সাধারণ সম্পাদক ফরিদ আহমেদসহ অন্যান্য শিক্ষকরা অনশনরত শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।
উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গত শনিবার (১৫ জুলাই) থেকে অনশন পালন করে আসছিলেন কয়েকজন শিক্ষার্থী।
অনশন ভাঙার পর শিক্ষার্থীরা শহীদ মিনারে প্রতিবাদী পথনাটক ‘একটি ননফিকশন’ প্রদর্শন করেন। এরপর সন্ধ্যা ৮টা ২০ মিনিটে সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. আমির হোসেন বলেন, ‘আমাদের সন্তানেরা না খেয়ে থাকবে তা আমাদের ভালো লাগেনি। একটা মনোবেদনা-মনোপীড়া আমাদের ছিল। এর মধ্যে শিক্ষক সমিতি এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
অনশনরত এবং আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের আশ্বাসে আশ্বস্ত হয়ে তারা অনশন প্রত্যাহার করেছে। আমি স্পষ্ট ভাষায় বলছি, এই পরিস্থিতিতে সম্মানজনক সমাধানের জন্য যা প্রয়োজন তাই ব্যক্তিগতভাবে আমি, কোষাধ্যক্ষ, শিক্ষক সমিতিসহ অন্যান্য শিক্ষক সর্বাত্মক চেষ্টা করবেন।’
তার আগে সঞ্চালক সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম বলেন, ‘অতীত অভিজ্ঞতা ভালো নয়। এবার এর ব্যতিক্রম দেখতে চাই।’
এর উত্তরে উপ-উপাচার্য বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এবারের অভিজ্ঞতা খারাপ হবে না। কারণ আপনারা আমাদের প্রতি সম্মান দেখিয়েছেন, আস্থা রেখেছেন। এটার মর্যাদা আমরা রক্ষা করবো, কোনও ত্রুটি থাকবে না।’
প্রথম অনশনে বসা শিক্ষার্থী সরদার জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের দাবির চেয়ে আমাদের শরীর নিয়ে উপ-উপাচার্য বিচলিত ছিলেন। শিক্ষক সমিতি একটি শুভ উদ্যোগ নিয়েছে। স্যারের বক্তব্যের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখেই বলছি, যদি সাত দিনের মধ্যে আশানুরূপ ফল না দেখা যায় তবে আবারও অনশনে বসতে আমরা পিছপা হবো না।’
আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমেদ, শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের অন্যতম মুখপাত্র অধ্যাপক নাসিম আখতার হোসাইন।
/এআর/