বেনাপোল স্থলবন্দর ও চট্টগ্রাম বন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত

নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান (ফাইল ফটো)বেনাপোল ও পেট্রাপোল স্থলবন্দর সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যবসায়ীদের দাবি ও আমদানি-রফতানি বাণিজ্যকে সহজ ও গতিশীল করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

শাহজাহান খান বলেন, ‘আগামী ১ আগস্ট একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বন্দরের অটোমেশন ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা চলছে। অন্যান্য স্থলবন্দরগুলোও পর্যায়ক্রমে সক্ষমতা বাড়িয়ে এ অবস্থায় আনা হবে। এরপর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরকে এ অবস্থায় আনা হবে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম স্থলবন্দরের সমস্যা সমাধানে এখন তিনটি রাবার টায়ার ও গেনটি ক্রেন আনা হবে। এছাড়া ২০১৮ সালের মধ্যে আরও আটটি রাবার টায়ার ও গেনটি ক্রেন আনা হবে। এ সময়ের মধ্যে চট্টগ্রামের পতেঙ্গাসহ তিনটি নতুন টার্মিনাল যুক্ত হবে। ’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নৌ-পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার তদন্ত চলছে। তাই এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করা ঠিক হবে না।’

বৈঠকে নৌ-মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়সহ পররাষ্ট্রমন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, স্থলবন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

/এসআই/এসএনএইচ/