‘মেশিন রিডেবল এসআইডি চালুতে বাংলাদেশি নাবিকদের বিদেশি জাহাজে কর্মসংস্থান হচ্ছে’

শাজাহান খান (ফাইল ছবি)

২০০৯ সালে চালু হওয়ার পর এ পর্যন্ত ১০ হাজার মেশিন রিডেবল সিফেয়ারার্স আইডেন্টি ডকুমেন্ট (এসআইডি) কার্ড ইস্যু করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, ‘মেশিন রিডেবল এসআইডি চালু করায় বাংলাদেশি নাবিকদের বিদেশি জাহাজে কর্মসংস্থান হচ্ছে। এতে প্রচুর বৈদেশিক মুদ্রাও আয় হচ্ছে।’

বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর মতিঝিলে নৌপরিবহন অধিদফতরের সভাকক্ষে এসআইডি পদ্ধতির আধুনিকায়ন ও অনলাইন ভেরিফিকেশন পদ্ধতির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় এবং নৌপরিবহন অধিদফতরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন কে এম জসীমউদ্দিন সরকার বক্তব্য রাখেন। পরে মন্ত্রী এসআইডি পদ্ধতির আধুনিকায়ন ও অনলাইন ভেরিফিকেশন পদ্ধতির উদ্বোধন করেন।

/এসআই/এমএ/