ঢাবি শিক্ষক রুশদকে বাধ্যতামূলক ছুটি কেন অবৈধ নয়: হাইকোর্ট

হাইকোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. রুশদ ফরিদীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি,রেজিস্ট্রারসহ ৬ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) এই সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটকারীর পক্ষের শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

পরে জ্যোতির্ময় বড়ুয়া বাংলা ট্রিবিউনকে জানান,‘কোনও রকম কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় গত ১২ জুলাই অধ্যাপক রুশদ ফরিদীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। অথচ ঢাবি সিন্ডিকেটের কোনও শিক্ষককে ছুটিতে পাঠানোর ক্ষমতা নেই। এরপর ১৬ জুলাই ভিসিসহ ৫ জনকে লিগ্যাল নোটিশ পাঠান ওই শিক্ষক। ৪৮ ঘণ্টার মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়। কিন্তু নোটিশের জবাব না দেওয়ায় ২০ জুলাই হাইকোর্টে রিট পিটিশন করেন। ওই রিটের শুনানি নিয়ে এই রুল দিলেন আদালত।’

 /এমটি/এসটি/