বনানীতে দুই তরুণী ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ পেছালো

 

 

বনানীতে ধর্ষণ মামলার পাঁচ আসামি

বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণ মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছে। সোমবার (২৩ জুলাই) প্রথমবারের মতো এ মামলার সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে তারিখ পিছিয়ে দেন ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আযম। দু’পক্ষের শুনানি শেষে আগামী ৬ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেন আদালত। 

আসামিপক্ষের আইনজীবী কাজী নজিবুল্লাহ হীরুর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। 

আসামিরপক্ষের আবেদনে বলা হয়, ১৩ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত। কিন্তু অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার জন্য সংশ্লিষ্ট আদালত থেকে এই মামলার সার্টিফায়েড কপি এখনও হাতে পাওয়া যায়নি। তাই এ ব্যাপারে আরও সময় প্রয়োজন।

এ ব্যাপারে আদালত রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুল্লাহ আবুর কাছে জানতে চান,তারিখ পিছিয়ে দেওয়া হবে কিনা। তিনি আদালতকে বলেন, প্রথম দিনের সাক্ষ্য দেওয়ার জন্য মামলার বাদী প্রস্তুত। এসময় পাঁচ আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২৮ মার্চ বনানীর দ্য রেইনট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে গিয়ে দুই তরুণী ধর্ষণের শিকার হন। সাফাত আহমেদ ও নাঈম আশরাফ নামে দুজন অস্ত্রের মুখে জিম্মি করে তরুণীদের ধর্ষণ করে বলে মামলার এজাহার বলা হয়েছে। ওই দুজনকে সহযোগিতা করে আরও তিনজন। বাকি আসামিরা হলো, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।

এসআইটি/এএইচ/এসটি/