হজ ব্যবস্থাপনা মনিটরিংয়ের সুপারিশ সংসদীয় কমিটির

 

জাতীয় সংসদ (ছবি: সাজ্জাদ হোসেন)হজ ব্যবস্থাপনা মনিটরিংয়ের সুপারিশ করেছে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। হজযাত্রা থেকে শুরু করে হাজিরা দেশে ফিরে না আসা পর্যন্ত হজ সংক্রান্ত সব ধরনের কার্যক্রম যথাযথভাবে মনিটরিং অব্যাহত রাখতে এ সুপারিশ করা হয়েছে। সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের ধর্ম-বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি বজলুল হক হারুনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য হাবিবুর রহমান মোল্লা, আসলামুল হক, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, মকবুল হোসেন, আমির হোসেন ও দিলারা বেগম  অংশ নেন।

বৈঠকে কমিটি ২০১৭ সালের হজের প্রস্তুতি ও সর্বশেষ অবস্থা সম্পর্কে পর্যালোচনা করে হজের প্রস্তুতির বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়। এ বছর হজ সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবার সহযোগিতায় একসঙ্গে কাজ করে যাচ্ছে বলে কমিটি মত জানায়।

/ইএইচএস/এমএনএইচ/