ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন যুগোপযোগী করতে বিধিমালা প্রণয়নের নির্দেশ

বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (ফাইল ফটো)ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ যুগোপযোগী করা এবং একই সঙ্গে এ আইনের কার্যকর ব্যবহার নিশ্চিত করার জন্য বিধিমালা প্রণয়ন করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

বুধবার সকাল ৯টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের দ্বিতীয়দিনের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনে বক্তব্য রাখেন রাশেদ খান মেনন, বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং খাদ্যমন্ত্রীর পক্ষে মন্ত্রণালয়ের সচিব মো. বদরুদ্দোজা। অধিবেশনে আনোয়ার হোসেন মঞ্জু ডিসিদের এ নির্দেশ দেন বলে অধিবেশন সূত্রে জানা গেছে।

সূত্রটি আরও জানায়, মন্ত্রী জেলা প্রশাসকদের পরিবেশ রক্ষা ও কৃষি জমি ব্যবহারের জন্য শিল্প কারখানায় ইটিপি স্থাপন এবং এর ব্যবহার অনলাইনে মনিটরিংয়ের ব্যবস্থা নিতেও নির্দেশনা দিয়েছেন।

উল্লেখ্য, আজ সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন ডিসিরা।

/এসআই/এসএনএইচ