মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করতে ডিসিদের নির্দেশ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (ফাইল ফটো)মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের তৃতীয়দিনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, ‘সরকার সারাদেশের বদ্যভূমি, মুক্তিযোদ্ধাদের কবর এবং সম্মুখ যুদ্ধের স্থানগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। এসব স্থানের স্মৃতিস্তম্ভগুলো একই নকশায় করা হবে।’

তিনি আরও বলেন, ‘অধিবেশনে ডিসিরা বিভিন্ন সমস্যার কথা বলেছেন। যার মধ্যে রয়েছে এসব স্থান সংরক্ষণ করতে গেলে জমি অধিগ্রহণ। তবে সরকার ডিসিদের বিদ্যমান বাজার দরে জমি কেনার নির্দেশনা দিয়েছে।’

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর সরকারি সুবিধা সম্বলিত কাগজপত্র ইতোমধ্যে তৈরি হয়েছে। শিগগির এ সম্পর্কি কাগজ ডিসিদের পাঠানো হবে।’

/এসআই/এসএনএইচ/